খারাপ খবর! বন্ধ হল একাধিক ধারাবাহিকের শুটিং, ফের চিন্তায় টলি পাড়া

ধারাবাহিকের শুটিং

ফের বন্ধ হল বেশ কিছু ধারাবাহিকের শুটিং। ফের একই বিপত্তি টেলি পাড়ায়। কিছুদিন আগে কৌশিক মুখোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে। তাদের পরিচলিত সিরিজ, সিরিয়ালের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেডারেশনের সঙ্গে মনোমালিন্যের জন্যই বন্ধ হয়ে যায় শুটিং।

এবার সেই ঘটনায় পুনরাবৃত্তি। এবার রোষের মুখে পড়তে হল পরিচালক সৃজিৎ রায়কে। তার পরিচালিত সিরিয়ালের শুটিং আচমকাই বন্ধ করা হল।

সৃজিৎ রায়ের পরিচালিত ধারাবাহিকের মধ্যে একটি হল ‘কোন গোপনে মন ভেসেছে’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু। দর্শকমহলে প্রথমদিন থেকে ভালো জনপ্রিয়তা পেয়ে আসছে এই মেগা।

তার পরিচালিত আরও একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক হল নিম ফুলের মধু। শোনা যাচ্ছে, শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা এবার বেঁকে বসছেন। তারা জানিয়ে দিয়েছেন কাজ করবেন না। যদিও এই নিয়ে চুপ টেলি পাড়া।

সূত্রঃ binodonxp . com / entertainment / serial / the-shooting-of-popular-directors-series-is-stopped-24600