‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্ট চ্যানেলে উঠে আসে টলিপাড়ার তারকাদের অজানা কথা। সম্প্রতি এই শো থেকে এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। যাকে শেষবারের মতো আপনারা গাঁটছড়া ধারাবাহিকে দেখেছিলেন।
এই পডকাস্টে অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি নিজেই তার স্বীকার হয়েছেন বলেই তুলে ধরেন। এবার এই পডকাস্টের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোলাঙ্কি তার ডিভোর্স নিয়ে মুখ খোলেন।
২০১১ সালে ছোটবেলার বন্ধু শাক্য বসুকে বিয়ে করেন। এরপর বাইরে চলে যান তারা। দীর্ঘ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। আচমকাই ফিরে আসেন। তবে কেউ টের পায়নি অভিনেত্রীর জীবনে সেই সময় কোন ঝড় বইছে। ২০২৩ সালে তার প্রথম বিয়ে ভাঙলেও তার দর্শকেরা আঁচও করতে পারেনি।
ডিভোর্সের খবরটা সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। পরে তা জানাজানি হলে এক সাক্ষাৎকারে নিজের বিয়ে ভাঙার কথা অকপটে স্বীকার করে নেন।
এই পডকাস্ট চ্যানেলে প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্সের কারণ জানিয়ে শোলাঙ্কি বলেন, ‘আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দু’জন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল, সেটার পর আর আমাদের আর সে ভাবে কথা হত না। আমার যখন কাজ শেষ হত ও তখন ঘুম থেকে উঠত, আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই। কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। তারপর একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম যে, এই বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এবার কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়াও আসতে আসতে বুঝতে পেরেছিলাম যে ওঁর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়। আর আমার পক্ষেও সম্ভব হয়নি। আমি চেষ্টা অবশ্যই করেছিলাম, প্রথম ছ’মাস কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনও একটা ট্যাবু। আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই হয় মেয়েটি ঠকাচ্ছে বা ছেলেটি।’
সুত্রঃ https://bangla . hindustantimes . com/