ভাগ্যলক্ষ্মী নিয়ে পর্দায় ফিরছেন শোলাঙ্কি রায়

শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায়, বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ। ছোটপর্দা, বড়পর্দা এবং ওয়েব সিরিজ একের পর প্রোজেক্টে চুটিয়ে কাজ করছেন। তবে শোলাঙ্কির এত সাফল্য ছোটপর্দার হাত ধরেই।

‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বউ’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁটছড়া’ একের পর এক সুপারহিট বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। শারীরিক অসুস্থতার জন্য গাঁটছড়া ধারাবাহিকের মাঝপথে ছেড়ে বেরিয়ে যান। এরপর তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যায়নি। যদিও একের পর এক ওয়েব সিরিজে কাজ করছেন শোলাঙ্কি।

ফের আরও এক নতুন প্রোজেক্টে দেখা যাবে তাকে। ফের বড়পর্দায় অভিনেত্রী। ছবির নাম ভাগ্যলক্ষ্মী। মৈনাক ভৌমিকের এই ছবি রহস্যে ভরপুর। ইতিমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে শোলাঙ্কির বিপরীতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

 

View this post on Instagram

 

A post shared by Nandy Movies (@nandymoviesofficial)