ছোটপর্দায় স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে শেষবারের মত দেখা মিলেছিল অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। এরপর বেশকিছু দিনের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য বিরাট সুখবর। কিছুদিনের মধ্যেই ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ইচ্ছেনদীর ‘মেঘলা’। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী কিংবা চ্যানেল কর্তৃপক্ষের কেউই।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর বড় পর্দায় এবং ওয়েব সিরিজে একাধিক কাজ করেছেন শোলাঙ্কি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘বিষহরি’, আর এই ওয়েব সিরিজে যথেষ্ট প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
তবে এবার ফের আরও একবার নতুন রুপে পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। জানা যাচ্ছে, স্টার জলসার একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরছেন শোলাঙ্কি। অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ধারাবাহিকের শুটিং শুরু হবে খুব শীঘ্রই। শুটিং এর কাজে এই মুহূর্তে কলকাতাতেই থাকবেন অভিনেত্রী।