বড় চমক! ফের একসঙ্গে ছোটপর্দায় ফিরতে চলেছেন শোলাঙ্কি-গৌরব

শোলাঙ্কি-গৌরব

কিছুদিন আগেই ঠিক করে নিয়েছিলেন তিনি বাংলা সিরিয়াল থেকে কিছু সময় বিরতি নেবেন। তবে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস-এর নতুন ধারাবাহিকের জন্য আর না করে থাকতে পারলেন না অভিনেত্রী শোলাঙ্কি রায়। শোনা যাচ্ছে আবার স্টার জলসার নতুন ধারাবাহিকের নায়িকা হচ্ছেন তিনি।

তবে সবচেয়ে বড় খবর রয়েছে, চ্যানেল নাকি চাইছেন শোলাঙ্কির বিপরীতে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনতে। কারণ সদ্য শেষ হয়েছে গৌরবের ধারাবাহিক ‘তেঁতুলপাতা’। অন্যদিকে গাঁটছড়ায় গৌরব আর শোলাঙ্কির জুটি ভীষণ পপুলার। তাই চ্যানেল চাইছেন গাঁটছড়া’র সেই জনপ্রিয় জুটিকে আবার পর্দায় ফিরিয়ে আনতে।

সুত্রের খবর, গৌরবের সাথে শোলাঙ্কির নতুন ধারাবাহিকের কথাবার্তা চলেছে তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে চ্যানেল ভীষণভাবেই এই জুটিকে ফিরিয়ে আনতে আগ্রহী।