পর্দায় এবার একসঙ্গে জুটি বেঁধে শোলাঙ্কি-তিতিক্ষা! কোন ধারাবাহিকে থাকছেন দুই অভিনেত্রী?

শোলাঙ্কি-তিতিক্ষা

শোলাঙ্কি রায় ও তিতিক্ষা দাস, ছোটপর্দায় দুই অভিনেত্রীই তাদের অভিনীত চরিত্রের জন্য দারুণ প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। শোলাঙ্কিকে যদিও ছোটপর্দায় এখন সেভাবে দেখা যায় না। দর্শক তাকে শেষ দেখেছিলেন স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। অন্যদিকে, তিতিক্ষা দাস ছোটপর্দার পরিচিত মুখ। সম্প্রতি ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিতিক্ষা।

এবার পর্দায় বড় চমক! কারণ, একসঙ্গে দুই অভিনেত্রী ফিরছেন টেলিভিশনের পর্দায়। কোন ধারাবাহিকে একসাথে দেখা যেতে চলেছে শোলাঙ্কি ও তিতিক্ষাকে? জানা যাচ্ছে, সান বাংলার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে অতিথি হিসেবে আসছেন শোলাঙ্কি-তিতিক্ষা।

শোলাঙ্কি-তিতিক্ষা

‘ভিডিও বৌমা’তে দেখা যেতে চলেছে এক বিশেষ পর্ব। যে পর্বে ইলিশ উৎসবে মাতবে গল্পের চরিত্ররা। গল্পের নায়ক-নায়িকা আকাশ-মাটির আয়োজনে ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা। গল্পের এই নতুন মোড়ে আগামী ৩১ জুলাই ‘ভিডিও বৌমা’র জমজমাট পর্ব দেখতে মিস করবেন না।