তুঁতে ধারাবাহিকের পর ফের শাড়ি বোনার গল্প নিয়ে পর্দায় আসছে আরেক ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রথম প্রোমো আপডেট আপনাদের প্রথমে আমরা জানিয়েছিলাম। এবার দ্বিতীয় প্রোমো প্রকাশ পেল পর্দায়।
নায়ক-নায়িকা ছাড়াই সামনে আনা হয়েছে দ্বিতীয় প্রোমোটি। প্রোমোতে দেখানো একটি মেয়ে শাড়িতে নিজের অভিনব ডিজাইন করছে এবং সাইকেল করে নিজেই সেই শাড়ি বিক্রি করছে।
সান বাংলা চ্যানেলে আসছে এই নতুন ধারাবাহিক। যার নাম ‘শোলক সারি’। রঙিন সুতোয় স্বপ্ন বোনার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা এখনো সিলেক্ট করা হয়নি। এখনো পর্যন্ত নায়ক-নায়িকা বাছাই করা হইচ্ছে।