সুখবর! ঘরে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন এই তারকা

সাবা

মা হতে চলেছেন টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিমের বোন সাবা ইব্রাহিম। তিনি নিজেও একজন জনপ্রিয় ইউটিউবার তারকা। ইউটিউবের দৌলতেই জনপ্রিয় সাবা। অভিনেত্রী দীপিকা কক্কর মামি হতে চলেছেন।

প্রথমবার গর্ভপাতের পর মানসিক ভাবে ভেঙে পরেছিলেন সাবা এবং স্বামী সহ পরিবারের লোকজন। তবে ঈশ্বরের আশীর্বাদে আবার মা হচ্ছে সাবা।

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Ibrahim (@shoaib2087)

গত ২৯ শে জানুয়ারি নিজের ভ্লগেই সুখবর শেয়ার করে নেন সাবা । এমনকি তিনি তার প্রথমবার গর্ভপাতের যন্ত্রণাও শেয়ার করে নেন এবং সকলের প্রার্থনা করতে জানান যাতে এবার সব সুস্থ ভাবে হয়।

 

View this post on Instagram

 

A post shared by Saba khalid Ibrahim (@saba_ka_jahaan)