‘কে এই ইমন চক্রবর্তী? আমি তো ইমনের নামটাই শুনিনি…’, গায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শিবপ্রসাদের

ইমন চক্রবর্তী

‘আমি তো নামই শুনিনি ইমনের…’, ইমন চক্রবর্তী কে নিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মন্তব্য রীতিমত শোরগোল ফেলেছে নেটপাড়ায়। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ পরিচালিত ছবি ‘প্রাক্তন’। প্রসেনজিৎ-ঋতুপর্ণার এই ছবিতে গান গেয়েই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান ইমন চক্রবর্তী।

বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’র মত হিট গান গেয়ে জাতীয় পুরস্কারও ঝুলিতে ভরেছিলেন গায়িকা। জানলে হয়ত অবাক হবেন ছবির আগে এই ইমন চক্রবর্তীকে একেবারেই চিনতেন না পরিচালক শিবপ্রসাদ।

সম্প্রতি রিলাক্স স্টুডিও ইন্ডিয়া ৯১-এর একটি ভিডিওতে শিবপ্রসাদ জানিয়েছেন, “যখন ছবির জন্য একজন মহিলা কণ্ঠের দরকার হচ্ছিল, তখন সঙ্গীত পরিচালক অনুপম রায় তাকে দু’জন গায়িকার ডেমো পাঠান। আর সেই দু’জনের কণ্ঠই আগে কখনও শোনেননি পরিচালক। এমনকি চখেও দেখেননি তাদের। শুধু গান শুনে, গলার স্বর ভালো লাগায় তিনি ইমনকে বেছে নেন। শিবপ্রসাদের কথায়—“আমি শুধু যার গলায় গানটা ভালো লেগেছে তাকেই নির্বাচন করেছি, আর কিছু নয়।”

শিবপ্রসাদ আরও জানান, তখন তাঁর কাছে প্রথম কণ্ঠটাই বেশি মন ছুঁয়ে গিয়েছিল। যাকে বাদ পড়তে হল, তাকেও চিনতেন না তিনি। নতুন শিল্পীদের ক্ষমতার প্রতি তাঁর ভরসারই প্রমাণ যেন এই সিদ্ধান্ত। আজ তা সবারই জানা—সেই একটাই সুযোগে ফিনিক্সের মতো উড়ে উঠেছেন ইমন। হয়ে উঠেছেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় কণ্ঠ।