৮ অক্টোবর, বুধবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুর জন্মদিন। বিয়ের পর এই প্রথম স্বামী অভিষেকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন স্ত্রী শার্লি মোদক। তবে শার্লির শুভেচ্ছায় রয়েছে কিসের ইঙ্গিত?
শার্লি লেখেন, “তোমার মধ্যে খারাপ কিছু দেখি না। তুমি যে সম্মান আমায় দিয়েছ। আমি খুশি, ধন্য। তোমায় খুব ভালবাসি। এই বিশ্বের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তোমায় পেয়েছি।” এর সঙ্গে শার্লি আরও লেখেন, “ভালবেসে সম্মান দিতে সবাই পারে না। অনেক ভালবাসি।”
চলতি বছরেই 29 শে এপ্রিল কিছু কাছের মানুষের উপস্থিতিতে চুপিসাড়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিষেক-শার্লি। তাদের বিয়ের ভিডিও সামনে আসতেই নেটিজেনরা কটাক্ষ শুরু করেন। কারণ অভিনেতা অভিষেক বসু বহু বছর ধরে মিঠাই খ্যাত শ্রীতমা ওরফে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন।
গঙ্গারামের ধারাবাহিক চলাকালীন দিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে অভিষেক আর তারপরেই গঙ্গারাম ধারাবাহিকের সহ-অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি সুরভী আর অভিষেক বিয়ের পিঁড়িতে বসবেন এমন্টাও শোনা গিয়েছিল।
শার্লির লেখা শেষের লাইন পড়েই অনেকের মনে প্রশ্ন, কার দিকে ইঙ্গিত শার্লির? তবে কি অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরভীর উদ্দেশ্যেই অতীত বিতর্ককে উস্কে দিল শার্লির লেখা?
প্রসঙ্গত, অভিষেককে এই মুহূর্তে দর্শক দেখছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। অন্য দিকে, বিয়ের পর শার্লিও শুরু করেছেন নতুন কাজ। তুই আমার হিরো ধারাবাহিকে দুঁদে খলনায়িকা হিসাবে নিজের জায়গা পোক্ত করেছেন অভিনেত্রী।