
গতকাল অর্থাৎ ২৯ শে এপ্রিল ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন ফুলকি’র খ্যাত রোহিত আর শালিনী ওরফে অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক।
কিছুদিন আগে ফুলকি ধারাবাহিকের সেটে তাদের আইবুড়ো ভাত দেওয়া হয়। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিষেক আর সুরভী মল্লিকের বিচ্ছেদ হয়েছে। তারপরেই অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়।
তাদের বিয়ের খবর কেউ জানতেন না। আচমকাই সকলকে চমকে দেন তারা। অবশেষে রেজেস্ট্রি বিয়ে করলেন তারা। বিয়ের দিন লেহেঙ্গা য় সেজেছিলেন এবং অভিষেকের পরনে ছিল পাঞ্জাবি এবং সাদা পায়জামা।
মালাবদল আর সিঁদুরদানের পর্ব মিটতেই বাইরে এসে ক্যামেরার সামনে ধরা দেন নব দম্পতি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।