শুটিং ফ্লোরে দিতিপ্রিয়ার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল জিতুর! “জিতুদার সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে জমিয়ে আড্ডা…”, সহ-অভিনেতার প্রসংশায় পঞ্চমুখ শিরিন

শিরীন পাল

বেশ অনেক গুলো দিন হয়ে গেল, দিতিপ্রিয়ার জায়গা নিয়েছেন শিরিন। পাশাপাশি নতুন অপর্ণা-কেও আপন করে নিয়েছেন দর্শক। ছোটপর্দায় প্রথম কাজ, তাও আবার মুখ্যচরিত্রে, ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকার চরিত্রে বেশ অনায়াসেই দর্শকদের মনজয় করে নিয়েছেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল।

সম্প্রতি টেলিভিশনের প্রথম কাজ, সহ অভিনেতা জিতুকে নিয়ে মুখ খুললেন শিরীন। ধারাবাহিকের পর্দায়, জিতু আর শিরিনের রসায়নে মজে দর্শক, পর্দার বাইরে তাদের সম্পর্কটা কেমন?

এবিপি লাইভ বাংলা কে শিরিন বলছেন, ‘আমার অধিকাংশ দৃশ্যই তো ওঁর সঙ্গে, তাই অনেকটা সময়েই একসঙ্গে কাটে। যখন একটু ফাঁকা সময় পাই, আমরা অভিনয় থেকে শুরু করে সিনেমা, বই অনেক বিষয় নিয়েই আলোচনা করি। জিতুদা আমায় কখনও কোনও দৃশ্যে বলেননি যে, আমার ভুল হচ্ছে। পরামর্শ দিতে হলে বলেছেন, ‘খুব ভাল হচ্ছে, কিন্তু তুমি এই বিষয়টা একটু ভেবে দেখতে পারো। একজন জুনিয়র হিসেবে এটাই তো পাওয়া।’

দিতিপ্রিয়া যে সময়ে ধারাবাহিকে অভিনয় করতেন, শোনা গিয়েছিল জিতু সেই সময়ে শ্যুটিংয়ে অধিকাংশ সময়েই একা, নিজের ঘরে থাকতেন। শট দিয়েই ফিরে যেতেন নিজের ঘরে। শ্যুটিং ফ্লোরের এখনকার পরিবেশ কেমন?

শিরিন বলছেন, ‘আগে পরিবেশ কেমন ছিল, সত্যিই আমার জানবার কথা নয়। তবে এখন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। খুব ভাল করেই সময় কেটে যায়। ধারাবাহিকে সবার সঙ্গেই আমার খুব ভাল একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সবাই আমায় পরামর্শ দেন, কিন্তু কখনও বলেন না যে, ‘এটা হচ্ছে না, ওটা হচ্ছে না’।