‘চিরদিনই তুমি যে আমার’ই প্রথম নয়! এর আগে ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষার সাথে কাজ করেছেন ছোটপর্দার ‘অপর্ণা’ শিরিন পাল

শিরিন পাল

ঝাড়গ্রাম থেকে সোজা টেলিপাড়া! ছোটপর্দায় পা রেখেই খবরের শিরোনামে নতুন অপর্না ওরফে শিরিন পাল। ধারাবাহিকে আর্য-অপর্ণা মুখোমুখি হতেই দর্শক শিরিনকে ‘পাশ মার্ক’ দিয়েছেন। দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণা রুপে প্রতিনিয়ত দর্শকদের মন জেতার চেষ্টা করে চলেছেন নতুন নায়িকা। দর্শক মহলে চর্চিত হয়ে উঠেছেন শিরীন।

অনেকেই হয়ত জানেন টিভির পর্দায় এটাই অভিনেত্রীর প্রথম কাজ। না একেবারেই নয়, চিরদিনই তুমি যে আমারই প্রথম নয়। এর আগেও পর্দায় কাজ করে ফেলেছেন অভিনেত্রী। তবে ছোটপর্দায় নয়।

অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ওরফে পর্দার মিঠাইয়ের সাথেও নাকি কাজ করেছেন শিরিন। সৌমিতৃষার হিট সিরিজ ‘কালরাত্রি ২’ তে গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আমাদের নতুন অপর্নাকে। ‘কালরাত্রি ২’ তে শিরিনের চরিত্রের নাম ব্রতী মৈত্র।

ইতিমধ্যেই সৌমিতৃষা কুন্ডু অভিনীত এই সিরিজে শিরিনের অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে দর্শকমহলে। শুধু তাই নয়, মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গেছে শিরিনকে। অভিনয় জগতে পা রেখেই অভিনেত্রীর এই সাফল্যে দারুণ খুশি অনুরাগীরা।