গলায় পদ্মের মালা, মাথার মুকুটে জড়িয়ে সাপ, নজরকাড়া লুকে শিঞ্জিনী! নতুন কাজের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

শিঞ্জিনী চক্রবর্তী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। নায়িকা হিসাবে কেরিয়ার শুরু করলেও খলনায়িকা হিসাবেও দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘বর্ষা’র চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী।

এর মধ্যেই অভিনেত্রীর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের। খোলা চুল, গলায় পদ্মের মালা, কপালে ত্রিনয়ন, পরনে বেগুনি রঙের ভারী বেনারসী শাড়ি,মাথার মুকুটে জড়িয়ে একাধিক সাপ, ভারী গয়নায় একেবারে ‘দেবী মনসা’র লুকে ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছেন নায়িকা।

তবে কি এই পোস্টের মধ্যে দিয়েই কি নতুন কাজের আভাস দিলেন শিঞ্জিনী? এর আগেও ‘পঞ্চমী’ ধারাবাহিকে নাগিনীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে কি এবার মা মনসা হয়ে পর্দায় ফিরবেন শিঞ্জিনী?

একেবারেই নয়, শিঞ্জিনী নতুন কোনও মেগা বা ছবির কাজের আভাস দেননি। আসলে ফোট শ্যুটের জন্যই অভিনেত্রী এই সাজে সেজে ছিলেন। শ্রাবণের শেষ রবিবার অনেক জায়গাতেই দেবী মনসার পুজো করা হয়, সেই কারণেই সম্ভবত এই ফটো শ্যুট করেছিলেন শিঞ্জিনী।