ভালো-মন্দ, হাসি-কান্না, বিরোধ আর ভালোবাসা সবমিলিয়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ দর্শকের বেশ পছন্দের হয়ে উঠেছে। দর্শকের বিচারে ধারাবাহিকের প্রতিটা চরিত্রই যেন বাস্তবিক। গল্পে স্বতন্ত্র- কমলিনী ছাড়াও আলাদা করে দর্শকের নজর কেড়েছে বুবলাই এবং তাঁর স্ত্রী বর্ষা।
বিশেষ করে বর্ষা চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। খলনায়িকার চরিত্র গল্পে দারুণ অভিনয় শিঞ্জিনীর, এমনটাই বলছে দর্শক। স্পষ্টভাষী- অকপট ব্যক্তিত্ব, সংলাপ বলার ধরন তাকে যতটা খলনায়িকা করে তুলেছে। অন্যদিকে বর্ষা চরিত্রের এই বাস্তবতা দর্শকের কাছে বর্ষাকে ততটাই প্রিয় চরিত্র করে তুলেছে।
বর্ষা চরিত্রে শিঞ্জিনীর অভিনয় নিয়ে রীতিমতো আলোচনা চলছে সমাজ মাধ্যমে। দর্শকের মধ্যে থেকে কেউ লিখেছেন, “চিরসখা দেখি শুধুমাত্র বর্ষা চরিত্রটার জন্য,” আবার কেউ লিখেছেন, “এই বয়সে এরকম পারফরম্যান্স বহু অভিজ্ঞ নায়িকার পক্ষেও কঠিন।”
‘চিরসখা’-র জনপ্রিয়তা যে হারে বাড়ছে, নিঃসন্দেহে তার অন্যতম কারণ যে শিঞ্জিনীর অভিনয় তা দর্শকের মতামতেই স্পষ্ট। আপনাদের কেমন লাগছে বর্ষা চরিত্রে শিঞ্জিনীর অভিনয় তা অবশ্যই জানাবেন।

