‘কার কাছে কই মনের’ কথা ধারাবাহিক নিতে চলেছে অন্য এক নতুন মোড়। ধারাবাহিকের বর্তমানে ট্র্যাক সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে শিমুল তার স্বামীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয়। যদিও সেই টাকা পুতুলের চিকিৎসার জন্য ব্যবস্থা করে রেখে দেয়।
শিমুলকে বেতনর অর্ধেক টাকা দেওয়ার জন্য পরাগের হাতে আর বাড়তি টাকা থাকবে না। তাই সে টিউশন শুরু করে। পরাগের বাড়িতে যেই ছাত্রীটি পড়তে আসে আবার পরাগের উপর দুর্বল। ঘরে পড়ার নামে ছাত্রী সাথে হাসি-ঠাট্টা করে পরাগ। যা দেখে প্রশ্ন তুললে সেই ছাত্রী পরাগের সামনে শিমুলকে কথা শোনায়।
এদিন দেখা যায়, মধুবালা শিমুল কাছে অনুরোধ করে পরাগকে মানিয়ে নিতে। শিমুল তার শাশুড়িকে জানিয়ে দেয় পরাগকে ভালো করার তার নেই। পরাগ তার সঙ্গে অনেক অন্যায় করেছে। মধুবালা বলে এই বার একটু মানিয়ে নিতে। এরপরেও যদি পরাগ এরকম করে সে আর কোনোদিনও তাকে বলবে না।
কাকিমা শিমুলকে বোঝায় পরাগ এরকম ছিল না। পলাশের চক্করে পড়ে এরকমটা হয়েছে। একটা বাচ্চা-কাচ্চা এলে পরাগ আবার ভালো হয়ে যাবে। শিমুলকে পরাগকে ভালো করার দায়িত্ব দেয় তারা। শিমুলকে কি পারবে পরাগকে মানুষ করে তুলতে। তবে এই ধারাবাহিক শুরু হওয়ার আগে প্রথম প্রোমোতে পরাগকে ভালো দেখানো হয়েছিল। তাহলে কি শিমুলই পরাগকে সৎ পথে ফেরাবে? সেটা বলবে গল্পের ভবিষ্যৎ।