এক ধাক্কায় কমল ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর! বাজিমাত করল শিমুল-ঐশানী, জিত গেল ‘ইচ্ছে পুতুল’

শিমুল-ঐশানী

প্রতিবারের মতো আজ প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। এই টিআরপি হল সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের পরিশ্রমের ফল। তাই এই দিনটার জন্যই প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকেন তারা। চলতি সপ্তাহে আবারও টিআরপিতে চমক।

এক ধাক্কায় অনেকটাই কমে গেল ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপি। গত সপ্তাহে ৯ এর ঘরে চলে এসেছিল নম্বর। কিন্তু এই সপ্তাহে কমে গিয়ে মাত্র ৮.৫ রেটিং পেয়েছে এই ধারাবাহিক। যদিও চলতি সপ্তাহেও বাংলার টপার স্থান ধরে রাখতে সক্ষম হয়ে এই ধারাবাহিক। অন্যদিকে বিপরীতে চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’-এর নম্বর বেড়েই যাচ্ছে দিনের পর দিন। এই প্রথম ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক টিআরপির দশের তালিকায় উঠে এলো।

স্টার জলসার নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলি টিআরপির তালিকায় ভালো ফল পাচ্ছে। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় চমক দেখালো ‘হরগৌরী পাইস হোটেল’ এবং মানালি দে’র অভিনীত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’।

এই সপ্তাহে কার কাছে কই মনের কথা উঠে এলো চতুর্থ স্থানে তার প্রাপ্ত নম্বর ৭.২ এবং পঞ্চম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক তার নম্বর ৬.৮।

প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (৮.৫), দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’ (৭.৮)। তৃতীয় স্থানে নিম ফুলের মধু (৭.৪) এবং চতুর্থ স্থানে সন্ধ্যাতারা আর ‘কার কাছে কই’ ( ৭.২)। এবার পঞ্চম স্থান দখল করল হরগৌরী পাইস হোটেল (৬.৮)।

প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৫)

দ্বিতীয় – ফুলকি । জগদ্ধাত্রী (৭.৮)

তৃতীয় – নিম ফুলের মধু (৭.৪)

চতুর্থ – সন্ধ্যাতারা । কার কাছে কই (৭.২)

পঞ্চম – হরগৌরী পাইস হোটেল (৬.৮)

ষষ্ঠ – তুঁতে । Love বিয়ে আজকাল । রাঙা বউ (৬.৫)

সপ্তম – জল থৈ থৈ ভালোবাসা (৬.৩)

অষ্টম – তোমাদের রাণী (৬.১)

নবম – বাংলা মিডিয়াম (৫.৯)

দশম – মিলি । ইচ্ছে পুতুল ( 5.6)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here