গান গাওয়া ছাড়াও অভিনয়তেও বেশ ভালোই দক্ষতা রয়েছে গায়ক শিলাজিৎ মজুমদারের। ‘একদিন প্রতিদিন’, ‘জলনূপুর’-সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ও করেছেন গায়ক। মাঝে দীর্ঘদিন ছোটপর্দায় দেখা যায়নি তাকে।
একাধিক গানের অনুষ্ঠান সঞ্চালনা থেকে শুরু করে একাধিক ছবিতে, বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনেও দেখা গিয়েছে শিলাজিৎ কে।
তবে ফের আরও একবার গায়ক-অভিনেতা নাকি ছোটপর্দায় ফিরতে চাইছেন। টেলিপাড়ায় এমনটাই খবর। এও শোনা গিয়েছে, সান বাংলা চ্যানেলের সঙ্গে নাকি কথা হয়েছে গায়কের। তবে কি এবার থেকে শিলাজিৎ কে সত্যিই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে দেখা যাবে?
এ প্রসঙ্গে গায়কের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। শিলাজিৎ জানান, “হ্যাঁ, আমি ছোটপর্দায় কাজ করতে চাই। কথাও হচ্ছে। পারিশ্রমিক, অভিনীত চরিত্র পছন্দসই হলে অবশ্যই কাজ করব।” তবে গায়ক এখনই কোন ধারাবাহিকে ফিরছেন কিনা তা বলা যাচ্ছে না।
এখনই কোনও ধারাবাহিকের সঙ্গে যুক্ত না হলেও শিলাজিৎ ইতিমধ্যেই জি বাংলা (সোনার)- চ্যানেলে খুদে বাদ্যযন্ত্রীদের নিয়ে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ‘অতিথি বিচারক’-এর আসনে বসেছিলেন।