একসময় পর্দায় খবর পড়তেন, আজ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

কলকাতার গৌরীপুরের মেয়ে অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। কিন্তু অভিনেত্রী বরাবই চেয়েছিলেন অভিনয় করতে। স্কুলে পড়াকালীন এক মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। সেখানে বেশ প্রশংসাও পান। আর সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বাড়ে তার।

সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী ছিলেন অভিনেত্রী। কলেজে পড়াকালীন টিউশন পড়িয়ে নিজের খরচা চালাতেন তিনি। টেলিভিশনের পর্দায় খবরও পড়তে দেখা গেছে অভিনেত্রিকে। তার উপস্থাপনায় বাড়ির লোকের সম্মতি ছিল কিন্তু  ধারাবাহিক করা নিয়ে আপত্তি ছিল। খুব কঠিন হয়ে পড়ে অভিনেত্রীর জীবন।

এরপর কলেজ শেষে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময়কালীন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের জন্য কাজের সুযোগ আসে তার কাছে। এরপর আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি স্নেহাকে। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজো বউয়ের চরিত্রে অভিনয় করেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। ‘জলনূপুর’,‘নকশি কাঁথা’-তে তাঁর নেগেটিভ চরিত্র ছিল চোখে পড়ার মতন।