ভালবাসার যে কোন বয়স হয় না তার অন্যতম উদাহরণ টলিপাড়ার মিষ্টি জুটি সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। দেখতে দেখতে বিয়ের ১৩ বছর পার করে ফেলেছেন দুজনে। ২০১৩ সালে ‘নাচনী’ নাটকটা করার সময় সপ্তর্ষির সঙ্গে বন্ধুত্ব সোহিনীর। মাত্র তিন মাস প্রেম করার পরেই বিয়ে সারেন তারা।
সোহিনীর চেয়ে বয়সে ১৪ বছরের ছোট সপ্তর্ষি। বয়সে ছোট বরকে নিয়ে কম কটাক্ষ, ব্যঙ্গ ধেয়ে আসে না সোহিনীর দিকে। অনেকেই সপ্তর্ষিকে তার ছেলে বলেও বিদ্রুপ করে।
১২ বছরের বৈবাহিক সম্পর্কে এখনও সন্তান জন্ম দেননি সোহিনী। এমনকি তারা চান না তাদের মাঝে কোন সন্তান আসুক। সম্প্রতি মা না হওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন সোহিনী। অভিনেত্রী জানান, বায়োলজিক্যাল সন্তান না নেওয়াটা তাদের দুজনের মিলিত সিদ্ধান্ত।
সোহিনী বলেন,’সপ্তর্ষির জন্য় (বাবা না হওয়াটা) এটা খুব কনসাস ডিসিশন। ও এমন একজন মানুষ…আমি এখনও জিগ্গেস করি। সপ্তর্ষি বাবা হতে তৈরি নয়। ওহ কোনওদিন বাবা হতে চায় না। ওই দায়িত্বটা ওহ চায় না।’
সোহিনী কি নিজেও মা হতে চান না? অভিনেত্রীর কথায়, ‘আমি একটা সময় ভাবতাম বেশ মজা ব্যাপারটা। আমার ভিতরে এই ব্যাপারটা এসেছে কারণ অন্যকে দেখে আমি ভাবতাম, বাহ ওর তো বাচ্চা হয়েছে এবার তাহলে আমিও এটা (মা হওয়া) দেখি।
আসলে আমি প্রচণ্ডভাবে কোনওদিনই চাইনি মা হতে। যদি চাইতাম তাহলে হতাম। অন্যকে দেখে আমার মনে হয়েছিল আচ্ছা বাচ্চা হলেই কি সুখ? বিয়ে হলে কি সুখ? আমি জানি না একটা বাচ্চা হলে আমি কি করে তাকে রোজ স্কুলে নিয়ে যেতাম! আমার মনে হয় না আমি পারতাম’।

