“জবা-পর্ণার চেয়ে একদমই আলাদা…আগে কখনও…”, মুখ খুললেন পল্লবী শর্মা

পল্লবী শর্মা

ধারাবাহিক শুরু হয়েছে একসপ্তাহ হয়নি, এরই মধ্যে জি-বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। প্রথম থেকেই বিশ্বরুপ বন্দ্যোপাধ্যায়কে এতদিন বাদে মুখ্য চরিত্রে দেখে উৎসাহিত অনেকেই। সেই সঙ্গে ধারাবাহিকে অভিনেত্রী পল্লবী শর্মার অভিনয় দর্শকের আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

এরআগেও জবা কিংবা পর্ণা চরিত্রে পল্লবীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। তবে নতুন ধারাবাহিকে পল্লবীর লুক থেকে শুরু করে অভিনয়ের ধরন ‘জবা-পর্ণা’র চেয়ে একেবারেই আলাদা।

একদিকে রুপমঞ্জুরি অন্যদিকে দিতি! রুপমঞ্জুরি যেমন সংসারী আর ভক্তিভাবে আচ্ছন্ন ঠিক তার উল্টোদিকে দিতি কিন্তু অত্যন্ত আধুনিকা। নাইট ক্লাবে পার্টি, বন্ধুদের সাথে আড্ডা, এসবই তার স্বভাব। সিরিয়ালে দুই ভিন্ন চরিত্রে পল্লবীর অভিনয় সত্যি প্রশংসনীয়।

বরাবরই সংসারী চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেত্রী। নতুন চরিত্র অভিনয়ে কেমন অভিজ্ঞতা তার? পল্লবীর কথায়, “জবা-পর্ণার চেয়ে একদমই আলাদা এই দুই চরিত্র। আমি আগে কখনই এমন আধ্যাত্বিক পটভূমিতে নির্মিত চরিত্রে অভিনয় করিনি। আবার দিতির মত এমন পোশাক পরা বা আচার-আচরণও আমার স্বভাব নয়।”

পল্লবী আরও বলেন, “এটাই তো একজন শিল্পীর খিদে, অভিনয়ের মাধ্যমে আমরা অনেক চরিত্রে বাঁচতে পারি। যেগুলো হয়ত আমার মধ্যেই আছে কিন্তু ওই চরিত্রটা না করলে, সেটা খুঁজে পেতাম না। যেমন আমি একদমই পার্টি করি না ভালও লাগে না। কিন্তু চরিত্রের খাতিরে এখন করছি।”

“মিলিয়ে মিশিয়ে দুটো চরিত্রে অভিনয় করতেই আমার বেশ ভাল লাগছে। দর্শক আমাকে এতটা ভালবাসা দিয়েছেন বলে আমার দায়িত্ব এবার আরও বেশি।”