মাত্র দুটো ধারাবাহিকেই মিলেছে খ্যাতি! কত পারিশ্রমিক পান পল্লবী শর্মা? জানলে অবাক হবেন আপনিও

পল্লবী শর্মা

টিভির পর্দায় বেশ কয়েকবছর পর্ণা হয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অন্যতম ইউএসপি ছিলেন দত্ত পরিবারের পর্ণা দত্ত ওরফে পল্লবী। শুধু এই একটা ধারাবাহিকেই নয়, এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন অভিনেত্রী।

‘নিম ফুলের মধু’ শেষ হয়েছে বেশিদিন হয়নি। তবুও জনপ্রিয়তা একটুও কমেনি পল্লবীর। তবে জানেন কি কত টাকা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন পল্লবী? তবে পল্লবির মত একজন জনপ্রিয় অভিনেত্রীর পারিশ্রমিক যে চড়া হবে সেই বিষয়ে নতুন করে বলার নেই।

কে আপন কে পর’ ধারাবাহিকে জবা চরিত্রে অভিনয় করার সময় তিনি পেতেন মাত্র ২০ হাজার টাকা। এরপর দীর্ঘ বিরতির পর ‘নিম ফুলের মধু’ তে পর্ণা চরিত্রে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা। এই তথ্য জানা গিয়েছে বিনোদনের এক ওয়েব সাইট থেকে।

সম্প্রতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে পল্লবীর নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ তে অভিনেত্রীর পারিশ্রমিক যে আরও কিছুটা বাড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।