এবার টলিপাড়ার গুঞ্জন, জি-বাংলার জনপ্রিয় মেগা ‘মিঠিঝোরা’ নাকি শেষের পথে। সম্প্রতি স্লট বদলের পাশাপাশি গল্পে নতুন চমক আনতে ‘রাই-অনির্বাণ’-এর প্রেম জমে উঠলেও টিআরপিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক।
মিঠিঝোরা প্রসঙ্গে এবার জানা যাচ্ছে, গল্পের অন্যতম চরিত্র ‘শৌর্য’ কে আর দেখা যাবে না। সম্প্রতি ‘শৌর্য’ চরিত্রে অভিনীত সপ্তর্ষি রায় তার চরিত্রের কতগুলো ছবি কলাজ করে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,‘ভালো থেকো শৌর্য। ভালোবাসায় থেকো। আবার আসিব ফিরে… ।’
পোস্ট শেয়ার করে মিঠিঝোরায় তার সফর শেষের কথাও জানিয়েছেন সপ্তর্ষি। তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই মনখারাপ অনুরাগীদের। ধারাবাহিক শেষের গুঞ্জনের পাশাপাশি সপ্তর্ষির এমন পোস্ট, দর্শকের মনে প্রশ্ন জাগিয়েছে, তাহলে কি এবার শেষ হতে চলেছে মিঠিঝোরা? যদিও এই বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।
তবে পর্দা থেকে শৌর্য’র বিদায় অনেকেই না মানতে পেরে কমেন্টে জানিয়েছেন, ‘তোমায় বড্ড মিস করব।’ কেউ লিখেছেন, ‘তুমি ছাড়া মিঠিঝোড়া অসম্পূর্ণ।’ কেউ আবার পর্দায় সপ্তর্ষি’র ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
View this post on Instagram