“একজনের ৮ বছরের সম্পর্ক ভেঙেছেন আপনি…”, ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া সোশ্যাল মিডিয়ায়, কটাক্ষের পালটা জবাব দিলেন শন বন্দ্যোপাধ্যায়

শন বন্দ্যোপাধ্যায়

ঋজু বিশ্বাসের পর এবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে নানা কারণেই নেটিজেনদের কু-মন্তব্যের সম্মুখীন হতে হয় অভিনেতাদের। কেউ কেউ তা উপেক্ষা করলেও এবার প্রতিবাদে মুখ খুললেন শন।

ঠখ, বিশ্বাসঘাতক, একের পর এক তকমা পেতেই সহ্য না করতে পেরে ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করলেন শন। কিছু দিন আগে বারাণসী, বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন শন। সেখান থেকে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা।

কিছু নেটিজেন অভিনেতাকে প্রশংসা জানালেও কিছু মানুষ কাটাছেড়া করেন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে।

এক জন মন্তব্য করেন, “আপনার জন্য এক মডেল তাঁর আট বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে। একত্রবাসে থাকতেন তাঁরা। আর আপনিও সব জেনে কী করে ওই সম্পর্কে জড়ালেন? কর্মফল সবাইকে পেতে হয়। আপনারা কখনও সুখী হবেন না।”

এই মন্তব্য পড়েই মেজাজ হারিয়ে স্পষ্ট বার্তা দেন সমালোচকদের উদ্দেশ্যে। শন লিখেছেন, “অতিরিক্ত ভাল হওয়াও ঠিক নয়, আজ সেটা বুঝলাম। আমি কখনও কাউকে কষ্ট দিতে চাইনি, খারাপ ব্যবহারও করিনি। কিন্তু মানুষ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে কেউ আর কারও সীমা বোঝে না।”

অভিনেতার লেখাতেই স্পষ্ট মিথ্যে অভিযোগ ও অনবরত কটাক্ষে বেশ বিরক্ত অভিনেতা। তবে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টে লেখেন, “আমার ভক্তরাই আমার শক্তি। আপনারা পাশে থাকলে সব সহ্য করতে পারব।”

Previous articleমৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপেই বিপদ মুক্ত । Power of Maha Mrityunjaya Mantra
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।