বহুদিন পর অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়। ‘বাৎসরিক’- ছবিতে দেখা মিলবে তার। এক রহস্যময়ীর চরিত্রে দেখা গেছে তাকে তাকে।
অভিনয় জীবনের ফেরার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের মেয়ের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে থাকেন। তবে এবার অভিনেত্রীর জীবনে এক অজানা প্রেমের গল্প বললেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল একাউন্টে একটি ভিডিও তুলে ধরেন অভিনেত্রী। এই ভিডিওতে শতাব্দীকে বলতে শোনা যায়, “আমার এক গায়কের প্রতি প্রেম ছিল। এ কথা কেউ জানে না।” তবে অভিনেত্রীর এই প্রেম এক তরফা ছিল।
অল্প বয়সে গায়কের প্রেমে পড়ে যান শতাব্দী। তখন গায়কের একটি সাক্ষাৎকার বেরিয়েছিল ম্যাগাজিনে। তার লুক দেখে আরও প্রেমে পড়ে যান। গায়কের মাও অভিনেত্রী ছিলেন। শতাব্দী বলে, “আমার বয়স তখন ১৭-১৮। আমি ভাবছি গায়কের বয়স কি ২৫? তা হলে বিয়ে হবে। এদিকে তাঁর মা বললেন, তিনি আমার চেয়ে অনকে বড়। আমি বললাম, ‘হতে পারে না!’ তাঁর মা অবাক। তিনি বলছেন, গায়কের বয়স কত সেটা তো তিনি জানবেনই।”
একদিন তার সঙ্গে দেখা করতে টালিগঞ্জের স্টুডিওতে ছুটে যান তিনি। গায়ক সেখানে প্রবেশ করতেই একদমই ইমপ্রেসিভ লাগেনি তার। তাই কথা না বলেই চলে আসেন। শতাব্দী জানায়, “আপনারা এই গল্পটা জানলেন। কিন্তু গায়ক কোনওদিন জানতে পারলেন না, আমি তাঁর প্রেমে পড়েছিলাম। তাঁর জন্য আমি কীরকম পাগল ছিলাম। পরেও তাঁর গান শুনেছি।” তবে গায়কের নাম উল্লেখ করেনি অভিনেত্রী বরং অনুরাগীদের খুঁজতে বলেন।