কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দার দর্শক কাছে পরিচিতি পেয়েছেন শিশু অভিনেতা সুকৃত সাহা। যদিও এর আগে ওয়েব সিরিজে অভিনয় করেছে সুকৃত। ১১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। যেহেতু টেলিভিশনের ক্ষেত্রটা অনেকটা বড়, আর খুব সহজেই বিরাট সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়া যায়। তাই পৃথ্বিরাজ চরিত্রে মিলেছে ব্যাপক জনপ্রিয়তা।
এতটুকু বয়সে পর্দায় খুব সুন্দর ভাবে পৃথ্বিরাজ মতো একটি চরিত্রকে ফুটিয়ে তুলেছে সুকৃত। যেকোনো বড় অভিনেতাকে অভিনয়ের টেক্কা দিতে পারে। এবার তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
সম্প্রতি টিভি ৯ বাংলা বায়স্কোপ অ্যাওয়ার্ডে পৃথ্বীরাজ চরিত্রের জন্য জীবনের প্রথম পুরস্কার পেলেন। আর তার হাতে পুরস্কার তুলে দেন শাশ্বত চট্টোপাধ্যায়। এদিন ভরা মঞ্চে দাঁড়িয়ে সুকৃতকে বাহবা জানান অভিনেতা।
শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘ওর জীবনের প্রথম অ্যাওয়ার্ড। ও এটা সারাজীবন মনে রাখবে। ওর বয়সে আমি ঠিক করে কথাও বলতে পারতাম না”।