
রক্তে রয়েছে অভিনয়। বাবা, ঠাকুরদা বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা। তাই হিয়া চট্টোপাধ্যায় যে একই পথে হাঁটবেন তা স্বাভাবিক।
হ্যাঁ, এবার অভিনয় জগতে পা রাখলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সিনেমায় পা রাখতে চলেছেন হিয়া চট্টোপাধ্যায়। এই পরিচালক দুই নতুন মুখকে বাংলার ছবিতে ডেবিউ করাতে চলেছেন।
‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ঋত্বিক ভৌমিক এই নতুন ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ করতে চলেছেন। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা নাম ‘মন মানে না’। ছবিতে হিয়া আর ঋত্বিক ছাড়াও থাকবেন পারিয়া ছবির অভিনেতা অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। এবার দেখার বিষয় বাবার মতো ইন্ডাস্ট্রিতে নাম করতে পারেন কিনা মেয়ে হিয়া।