৮০ বছর বয়সেও রবীন্দ্রসঙ্গীতের তালে নেচে প্রশংসিত হলেন শান্তনু মৈত্রর মা, ভিডিও দেখলে মন ভালো হবে আপনারও

শান্তনু মৈত্রর মা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিখ্যাত সুরকার শান্তনু মৈত্রের শেয়ার করা একটি ভিডিও। এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। এমনকি অধিকাংশ লোকজন বারবার সেই ভিডিও দেখছেন এবং প্রশংসা জানাচ্ছেন। কি আছে ভিডিও?

শান্তনু মৈত্রর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা রবীন্দ্রসঙ্গীতের তালে অসাধারণ নৃত্য পরিবেশন করছেন। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন শান্তনু মৈত্রর মা মঞ্জু মৈত্র। যার বয়স প্রায় ৮০ র কাছাকাছি। এই বয়সেও তার এত সুন্দর নাচ দেখে অবাক হচ্ছেন সকলে।

মায়ের নাচের এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে সুরকার লেখেন, “আমার মা মঞ্জু মৈত্র একটি রবীন্দ্র সঙ্গীতে নাচছেন। তার বয়স ৮০ এর কাছাকাছি। বয়স মাত্র একটি সংখ্যা। প্রতি বছর পেরিয়ে যাওয়ার সাথে সে যেন আরও কম বয়সী হয়”।

তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক নেটিজেন কমেন্ট বক্সে প্রশংসা জানিয়ে লেখেন, “শান্তনু মৈত্র আমাদের প্রজন্মের অনুপ্রেরণা। কিন্তু তাঁর মা দেখছি আরও বড় অনুপ্রেরণা। তাঁর হাসি, তাঁর ভাবভঙ্গী অসামান্য।”

4 Comments

  1. এ নাচ দেখে মুগ্ধ! ৮০ এর কাছাকাছি কেউ এতো সুন্দর গানের অর্থ অনুযায়ী মুদ্রা দিতে পারে ভাবাই যায় না। মনে হচ্ছে যেন গানের ছবি এঁকে যাচ্ছেন।
    বহুদিন বেঁচে থাকুন এমন শিল্পী।

  2. অপূর্ব । দারুণ লাগল ।। এমন গুনী মানুষের সন্তান শান্তনু স‍্যার তো সর্ব গুণের অধিকারী হবেনই এতে আর আশ্চর্য কি ।।

  3. অপূর্ব । দারুণ লাগল ।। এমন গুনী মানুষের সন্তান শান্তনু স‍্যার তো সর্ব গুণের অধিকারী হবেনই এতে আর আশ্চর্য কি ।।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here