অতনু-অনীকের গানের সঙ্গে নাচ দেখে মুগ্ধ শান্তনু-ইমনরা

সারেগামাপা

সারেগামাপার মঞ্চে বড়দের সাথে পাল্লা দিয়ে গান গাইল দুই খুদে স্টার অনীক জানা এবং অতনু মিশ্র। এর আগেও বহুবার তাদের পারফরমেন্স মুগ্ধ করেছে বিচারকদের। এদিন সারেগামাপার মঞ্চে অনীক এবং অতনু জুটি বেঁধে পারফর্ম করে।

তারা এসএস রাজামৌলির ছবি RRR থেকে নাটু নাটু গান পারফর্ম করে। তাদের গানের গলা, গান গাওয়ার ধরন দেখে মুগ্ধ হয়ে যান বিচারকরা। শুধু তাই নয়, গানের গাওয়ার তালে তালে জমিয়ে নাচও করেন এই দুই খুদে।

তাদের পারফরমেন্স শেষে মঞ্চে এসে বসে পড়েন শান্তনু মৈত্র। পাশাপাশি অন্তরা মিত্র বলেন, ‘অনীকের ফুটওয়াক দেখতে চাই আবার।’ উত্তরে শান্তনু বলেন, ‘ফুটওয়ার্ক ছাড়, মাউথওয়ার্ক দেখ।’ এদিন রাঘব চট্টোপাধ্যায় বলেন, ‘ওরা যেমন গান গায় তাঁর বাইরে পৃথিবীর উল্টো দিকের একটা গান গাইল। সব থেকে বড় কথা মেন্টররা কীভাবে ওদের রেডি করল, তোলালো, সেটাই আলাদা ব্যাপার। ওরা যে এভাবে গাইবে আমি তো ভাবতেই পারিনি।’