শুধু বাংলা সিরিয়ালেই নয়, এক সময় বড় পর্দার একজন সুপরিচিত অভিনেতা ছিলেন শঙ্কর চক্রবর্তী। যদিও বর্তমানে কাজের অভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা। সম্প্রতি নাটকের মহড়ার সঙ্গে সিরিয়ালের ডেট এক হয়ে যাওয়ায় তাকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছে।
স্ত্রীর মৃত্যুর পর মানসিক দুঃখ তো রয়েছেই, তার উপর কাজ না থাকায় অভিনেতার জীবনে অর্থ কষ্টও একটা বিরাট বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের অর্ধেক খরচ যে মেয়ে চালায়, সে কথাও জানান অভিনেতা। দ্যা ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানালেন তার জন্মতাই নাকি ফাউ। কিন্তু হঠাৎ কেন এমন বললেন তিনি।
শঙ্কর চক্রবর্তী বলেন, ‘যতটুকু আমি মায়ের কাছে জেনেছি আমার এক দাদা ছিল যে বেশ খানিকটা বড় বেলায় মারা যায়। এরপর একটা দীর্ঘ বিরতির পর আমার দিদি হয়। দিদির কিছু বছর পরেই আমার জন্ম হয়। তাহলে বোঝাই যাচ্ছে আমার জন্মটা পুরোপুরি ফাউ।’
অভিনেতা আরও বলেন, ‘যদি দাদা না মারা যেত তাহলে আমার জন্ম হতো না। তখনকার সময় মানুষদের মনে একটা ব্যাপার কাজ করত যে ছেলে জন্ম না হলে বংশরক্ষা হবে না। এই মনোভাব থেকেই আমার জন্ম হয়েছিল। না হলে দাদা বেঁচে থাকলে দিদির জন্মের পর আর আমার জন্ম হতো না।’
অভিনেতার কথায় তাকে সান্তনা দিতে অনেকেই পজিটিভ বার্তা দেন অভিনেতাকে। একজন লিখেছেন, ‘আপনি ভীষন সফল একজন অভিনেতা। আপনার জন্ম কখনও ফাউ হতে পারে না।’ অন্য একজন লিখেছেন, ‘আপনাকে অভিনেতা হিসেবে পাওয়া আমাদের চরম প্রাপ্তি।’

