অভাবে সাইকেল সারানোর দোকানে কাজ! কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক থেকে আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী

অভিনেতা শঙ্কর চক্রবর্তী

আজ টলিউডের জনপ্রিয় শিল্পী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জন্মদিন! অভিনেতার জন্মদিনে তাঁর জীবনের লড়াইয়ের কাহিনী আপনাদের শোনাব। আজকের এই সাফল্য খুব সহজে আসেনি অভিনেতার জীবনে। অনেক কষ্টের পর আজ তিনি সকলের প্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী হয়ে উঠেছেন।

বাংলার মানুষ বড়পর্দা থেকে টেলিভিশন পর্দায় একজন রত্ন পেয়েছেন, যার নাম শঙ্কর চক্রবর্তী। নিজের দক্ষ অভিনয় দিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন বরাবর। ‘ বিবাহ অভিযান’ ছিল তাঁর জীবনে প্রথম অভিনয়। এই ধারাবাহিকে তোতলা হওয়ার অভিনয় করতে হয়। আর এই অভিনয়ই তাঁর জীবনের মোড় ঘুরে দিয়েছিল। এরপর আসে বড়পর্দায় সুযোগ, প্রথম ছবি ‘অনুভব’। ছবি হিট করেনি কিন্তু পর্দায় তাঁর অভিনয় দেখে হতবাক হয়ে যান দর্শক। সেইসময় ব্যাপক প্রশংসা পান তিনি। এরপর একাধিক সিনেমায় কখনো পজেটিভ, কখনো নেগেটিভ সবেতেই তিনি সেরা। তাঁর থলেতে ছিল প্রচুর পুরস্কার।

তবে অনেক লড়াই করে এই জায়গায় আসতে হয়েছে অভিনেতাকে। আপনারা অনেকেই হয়তো জানেন, অভিনয় জগতে আসার আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক ছিলেন। হ্যাঁ, একথা সত্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। তবে জানেন কি এর আগে একটা সময় ছিল যখন ভীষণ কষ্টের মধ্যে জীবনযাপন করেছিলেন এই অভিনেতা।

খড়দহ এর সূর্যসেন কলোনীতে থাকতেন শঙ্কর বাবু। পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে। এমন অনেক দিন গেছে অভুক্ত ছিলেন। তাঁকে মানুষ করার জন্য তাঁর মা অনেক কষ্ট করেছেন। খড়দার সিদ্ধেশ্বরী স্কুলে বাচ্চাদের নিয়ে আসা দিয়ে আসার কাজ করতেন ওনার মা। তাই মাকে শেষ বয়সে অসম্ভব যত্নে রেখে ছিলেন অভিনেতা।

পরিবারের অবস্থাপূর্ণ না হওয়ায় কলেজের খরচ চালানোর জন্য মাঝেমধ্যে সাইকেল সারানোর দোকানে কাজও করেছেন তিনি। এমনকি শোনা যায় তিনি নাকি চায়ের দোকানেও কাজ করেছেন। যা টাকা পেতেন তাই দিয়ে পড়াশুনোর খরচ চালিয়ে নিতেন। স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। সেই তাগিদে  উৎপল দত্তের নাটকের দলে যোগ। সেখান থেকেই অভিনয় শুরু। অভিনয় জগতে আসার আগে তাঁর নাম ছিল হারাধন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে আসার পর তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় শঙ্কর চক্রবর্তী।

এই মুহূর্তে গুড্ডি, ধুলোকণা ধারাবাহিকে অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী। তাঁর সাবলীল অভিনয় আজও প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। এই ৬০ বছরে এই ইন্ডাস্ট্রিকে উজাড় করে দিয়েছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সম্পদ তিনি। এই বিশেষ দিনে আমাদের পেজের তরফ থেকে অভিনেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল!

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here