এই মুহূর্তে দর্শকের প্রিয় হয়ে উঠেছে মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের ছেলে শাক্য। খুদে শাক্যকে এখন সকলেই চেনে। এই চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে খুদের অভিনয় ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে।
পর্দায় দেখা যায় শাক্য খুব দুষ্ট। একমাত্র তাঁর বাবা সিদ্ধার্থকে ছাড়া সে কাউকে ভয় পায় না। কিন্তু বাস্তবে কেমন শাক্য? জানালেন মিঠাই ধারাবাহিকের আরেক সদস্য পুলিশ অফিসার রুদ্র ওরফে অভিনেতা ফাহিম মির্জা।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পর্দার মতোই বাস্তবে প্রচণ্ড দুষ্ট শাক্য। সেটে তাকে এক মিনিটও চুপ করে বসিয়ে রাখা যায়না। সৌমিতৃষা-আদৃত এবং বাকি সকলে তাকে নিয়ে নাজেহাল হয়ে যায়। তবে ব্যতিক্রম শুধুমাত্র পিসেমশাই রুদ্র। কারণ পর্দায় সিদ্ধার্থকে ভয় পেলেও বাস্তবে ফাহিমকে খুব ভয় পায় ধৃতিষ্মান। কিন্তু কেন?
ফাহিম জানান, “তাঁর গোঁফের জন্য শাক্য তাকে প্রচণ্ড ভয় পায়। তাছাড়া পুলিশ অফিসারের ড্রেস পড়ে অভিনেতা সেটে ঢুকলে ভয়ে জড়সড় হয়ে যায় দুষ্ট শাক্য”।