মেহেন্দির বুদ্ধিতে জব্দ শকুন্তলা, জামাইষষ্ঠীতে জমজমাট ‘জগদ্ধাত্রী’

জগদ্ধাত্রী

এই মুহূর্তে টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। যদিও অ্যাকশন ধর্মী সিরিয়ালেই বুঁদ বাংলার দর্শকেরা। তার মধ্যে গল্পের অন্যতম আকর্ষণ হলো জগদ্ধাত্রী ওরফে জ্যাস। শুরু থেকেই জগদ্ধাত্রীর সৎ মা শকুন্তলা আর বোন মেহেন্দি কোন দিনই তাকে পছন্দ করত না।

তবে যেদিন থেকে জগদ্ধাত্রী উৎসবকে বাঁচিয়েছে সেদিন থেকে জগদ্ধাত্রীর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে মেহেন্দির মনে। দিদি যে কখনই তার ক্ষতি চায়নি সেটা বুঝতে পেরে এখন একজন আদর্শ বোন হয়ে উঠেছে মেহেন্দি। এমনকি জগদ্ধাত্রীর সুখে দুঃখে তার পাশে থাকছে মেহেন্দি যা কিছুতেই মেনে নিতে পারছে না উৎসব।

গল্প অনুযায়ী, এখন চলছে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব। যেখানে শকুন্তলার বাড়িতে জামাইষষ্ঠীতে আমন্ত্রিত রয়েছে উৎসব মুখার্জী। তবে উৎসব একা কেন, স্বয়ম্ভুও তো ওই বাড়ির জামাই। তাহলে স্বয়ম্ভু কি পাবে না তার শাশুড়ি মায়ের হাতে ষষ্ঠী? তবে এবার স্বয়ম্ভুকে তার যোগ্য সন্মান দিতে মোক্ষম প্ল্যান করলো মেহেন্দি। এই নিয়ে উৎসবের সাথে বাজিও ধরে মেহেন্দি।

সম্প্রতি নজরে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, স্বয়ম্ভু তার শ্বশুর বাড়িতে পা রাখতেই রাগে জ্বলে ওঠে উৎসব। কিন্তু শকুন্তলা বাধ্য শাশুড়ি মায়ের মত স্বয়ম্ভুকে বরণ করে ঘরে তোলে। এমনকি স্বয়ম্ভুকে খেতে বসিয়ে পাখার হাওয়াও করে। যা দেখে চক্ষু ছানাবড়া উৎসবের। আর সেই মুহূর্তেই উৎসব কে চ্যলেঞ্জ করে মেহেন্দি সবার সামনে বলে ওঠে, মা নিজের হাতে দাদাকে ষষ্ঠী দেবে! বলেছিলাম তো উৎসব মুখার্জী, আমি বাজি জিতে গেছি।’