‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা মানেই তাতে থাকে নানা চমক। আসন্ন রবিবারের বিশেষ এপিসোডে থাকছেন বিশেষ বিশেষ অতিথিরা। রচনার মঞ্চে খেলতে আসছেন বর্ষীয়ান অভিনেত্রীরা। তাদের মধ্যে প্রোমোয় দেখা মিলেছে দু’জন অভিনেত্রীর। একজন হলেন, কল্যাণী মন্ডল। যিনি বর্তমান প্রজন্মের অনেকের আচার ব্যবহার প্রসঙ্গে কথা বলেন।
অন্যদিকে প্রোমোয় দেখা মেলে শকুন্তলা বড়ুয়ার। তিনি বর্তমান সময়ের অনেক অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদ ও বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে বলেন বলেন, ‘একজন দেখলাম স্বামী-স্ত্রী। পাঁচ ছয় বছর পর আবার অন্য মহিলার সঙ্গে দেখছি। অন্য লোকদের কাছে শুনলাম এখন এটাই ওঁর বউ।’ অভিনেত্রীর মুখে এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা।
তবে এক্ষেত্রে তিনি কাকে বা কাদের বোঝাতে চাইছেন তাঁদের নাম করেননি। আর এই প্রোমো প্রকাশ্যে আসতেই তা দেখে অনেকে নানা কমেন্ট করেন। রবিবার রাত সাড়ে ৮ টায় দিদি নম্বর ওয়ানের এই বিশেষ সানডে ধামাকা পর্ব দেখতে মিস করবেন না।
View this post on Instagram