
দীর্ঘ চার বছর পর আবার বলিউড কাঁপাতে ফিরছেন শাহরুখ খান। দক্ষিণী ইন্ডাস্ট্রিকে হারাতে চলতি বছরের একগুছ ছবি নিয়ে আসতে চলেছে বলিউডের কিং খান। দক্ষিণী ইন্ডাস্ট্রিকে হারাতে একাই একশো শাহরুখ, দাবি তাঁর ভক্তদের।
চলতি বছরে ‘বাদশা’র থলেতে রয়েছে ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডানকি’ (Dunki) মতো একাধিক বিগ বাজেটের ছবি। ‘জওয়ান’-এর টিজারের পর এবার সোশ্যাল মিডিয়ায় লিক হল ‘ডানকি’ (Dunki) ছবিতে অভিনেতার প্রথম লুক। যা দেখে অবাক সকলে।
বহু প্রতীক্ষিত ‘ডানকি’ ছবিতে শাহরুখ খানের লুক একেবারে অন্যরকম। একেবারে বাদশা’র মতো লুকে ফিরছেন তিনি। শোনা যাচ্ছে এই ছবিতে অভিনেত্রী তাপসী পান্নু। সবচেয়ে বড় চমক ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকেও। সম্ভবত ২২ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।