‘স্বদেশ’-এর গানে ছেলের নাচ দেখে চোখে জল গর্বিত বাবা শাহরুখের

শাহরুখ খান

১৯ ডিসেম্বের বৃহস্পতিবার ছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। প্রতিবারের মত এবারেও স্কুলের একাধিক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল অনুষ্ঠানে। সেখানে পারফর্ম করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম।

ছেলের পারফরম্যান্স দেখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কিং খান। সেইসাথে উপস্থিত ছিলেন কন্যা সুহানা খান ও স্ত্রী গৌরী খান। সন্তানদের পাশে থেকে তাদের উৎসাহিত দিতে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, করণ জোহর, মনিশ মালহোত্রা, শাহিদ কাপুর সহ আরও অনেকে।

আর অনুষ্ঠানেই কিং খান কে দেখা যায় এক অন্যরকম মেজাজে। দর্শক আসনে বসে কখনও সে হাত নাড়িয়ে ছেলে উৎসাহ দিচ্ছেন, কখনও গানের সঙ্গে সঙ্গে লিপ মেলাচ্ছেন তো আবার কখনও আব্রামের অভিনয় ক্যামেরা বন্দী করতে দেখা যায় তাকে।

মঞ্চে ছাত্র ছাত্রীদের পারফরম্যান্স দেখে কখনও আবার নিজেই আবেগপ্রবণ হয়ে পড়লেন বাদশা। গানগুলির অধিকাংশ যে তারই সিনেমার গান।