নাট্য জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত নাট্যকার রতন থিয়ম। মণিপুর তথা ভারতখ্যাত প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব, নির্দেশক ও লেখক রতন থিয়াম। দীর্ঘদিনের অসুস্থতার পর বুধবার, ২৩ জুলাই ২০২৫-এ ইম্ফলের রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭।
সারা বিশ্বে প্রশংসিত থিয়েটার ব্যক্তিত্ব রতন থিয়াম ছিলেন ভারতীয় থিয়েটারের “থিয়েটার অফ রুটস” আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
১৯৭৬ সালে ইম্ফলের বাইরে নিজের হাতে তৈরি করেছিলেন ‘চোরাস রেপার্টরি থিয়েটার’। পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সংগীত নাটক একাডেমির ভাইস-চেয়ারম্যান হিসেবেও ছিলেন তিনি।