বলিউড হোক বা টলিউড, শানের গান শোনার জন্য মুখিয়ে থাকনে অসংখ্য ভক্তরা। শুধু প্লেব্যাক নয়, একাধিক গানের রিয়্যালিটি শোতে তাকে বিচারক আসনে দেখা যায়। তবে এবার গানের রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসল শান।
সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে শান দ্য ভয়েস ইন্ডিয়া এবং সারেগামাপা লিটলস চ্যাম্প সহ একাধিক গানের অনুষ্ঠান নিয়ে মতামত দেন। এত রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীরা অসাধারণ গান করছেন কিন্তু তারা কেন তেমন সুযোগ পান না। সেই নিয়ে আসল সত্য ফাঁস করল গায়ক।
এই সাক্ষাৎকারে শান জানান, ‘২০১৮ সাল পর্যন্ত জড়িত ছিলাম এই সমস্ত রিয়্যালিটি শোয়ের নিয়ম ছিল। আমাকে বারবার অবগত করা হয়েছিল। যে গানগুলি আপনি রিয়েলিটি শোয়ে শুনতে পান, সেগুলি ডাব করা থাকে।’
গায়কের আরও দাবি, আপনি যখন একটি গান টিভির পর্দায় শোনেন, তখন আপনার মনে হয় বাহ অসাধারণ গান গাইছে। কিন্তু যখন এদের দিয়ে আপনি কোনও শো বাঃ কোথাও গাওয়ার জন্য ডাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রত্যাশা বৃথা।’
শান জানান, অনুষ্ঠানে প্রতিযোগীরা যে গান গায়, তা শুধুমাত্র একবার গাইতে হয়। কিন্তু এরপর সেই গানটি নিয়ে তাদের স্টুডিওতে নিয়ে যেতে হয় এবং সেখানে আবার গান গাইতে হয়। গানে যেটুকু ভুল থাকে সেটুকু সংশোধন করে দেওয়া হয়, আর সংশোধন করে দেওয়ার পর যে গানটি রেকর্ড করা হয় সেটাই আপনি শুনতে পান টিভির পর্দায়। এটাই চলে আসছে বছরের পর বছর। আমি কাউকে খারাপ বলছি না। অবশ্যই কেউ কেউ তো নিশ্চয়ই ভালো গান গাইতেন। কিন্তু সবাই নয়। তবে যারা ভালো গান গাইছেন না তাদের গান আবার রেকর্ড করে সংশোধন করে দেওয়ার ব্যাপারটা আমার ভালো লাগে না। ২০১৮ সালের পর থেকে তাই আমি এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে আর জড়িত নই।’
সুত্রঃ bangla . hindustantimes . com