স্টার জলসার ‘মন ফাগুন’ এর গল্প তৈরি হয়েছিল ঋষিরাজ ও পিহুকে ঘিরে। ভালোবাসা-অ্যাকশনে মোড়া ধারাবাহিকের গল্প খুব অল্প সময়ে দর্শকের মন জিতে নিয়েছিল। ঋষি-পিহু চরিত্রে দেখা গিয়েছিল শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে।
‘মন ফাগুন’ ধারবাহিকের পর এদের দুজনকে আর ছোটপর্দায় দেখা যায়নি। তবে আজও তাদের অনুরাগীরা তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন। তাই যারা ছোটপর্দায় পিহু এবং ঋষিরাজকে মিস করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। ফের আরও একবার ফিরতে চলেছে মন ফাগুনের এই জুটি।
‘মন ফাগুন’-এর হিন্দি রিমেক আসতে চলেছে স্টার প্লাস-এ। ধারাবাহিকের হিন্দি ভার্সনের নাম ‘দো দিল মিল রাহে হ্যায়’। ‘ঋষি-পিহু’র গল্পকে আর একবার পর্দায় দেখার জন্য উৎসাহী দর্শকমহল।