প্রথমবার নায়ক হিসাবে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শন বন্দ্যোপাধ্যায়

শন বন্দ্যোপাধ্যায়

গত দু’বছরে ধারাবাহিকে অভিনয়ের দৌলতে ছোটপর্দার চর্চিত মুখ হয়ে উঠেছে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে বাংলা ছবিতে স্বল্প পরিসরে অভিনেতার দেখা পেয়েছে দর্শক। তবে এবার বড়পর্দায় নায়ক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে শন। লিড রোলে এটাই তার প্রথম ছবি যার নাম ‘যদি এমন হতো’।

বছর দুয়েক আগে লন্ডনে গিয়ে এই ছবির শুটিং করেছিলেন শন। এই ছবিতে তার বিপরীতে থাকবেন দিতিপ্রিয়া রায়। থাকছেন ঋষভ বসু। তবে প্রথম ছবি এত দেরি করে মুক্তি পাচ্ছে বলে অভিনেতার মনে কি কোথাও খারাপ লাগা আছে। এই প্রসঙ্গে শন জানান, “আমি বিশ্বাস করি, সব কিছুর জন্য একটা সঠিক সময় থাকে। এমন অনেক ছবি রয়েছে, যেগুলো শুটিংয়ের বহু বছর পরেও দর্শকের মন জয় করেছে। আমার মনে হয়, এই প্রজন্মের দর্শক এই ছবিতে আমাকে পছন্দ করবেন।”

শন আরও জানান, “প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সব সময়ই মনের মধ্যে আলাদা জায়গা করে নেয়। আমার খুব ভাল লাগছে।” অভিনেতার কথাতেই স্পষ্ট যে আসন্ন ছবি নিয়ে বেশ আশাবাদী শন।

শনের কথায়,”অনুরাগীরা সব সময় জানতে চাইতেন যে আমাকে কবে নায়ক হিসাবে বড় পর্দায় দেখা যাবে। এ বার যখন সেই সুযোগ উপস্থিত, মনে হয় তাঁরা সেটা হাতছাড়া করবেন না। আমার তো মনে হয়, আমার মাধ্যমে তাঁদেরও স্বপ্নপূরণ হচ্ছে।”

তবে আপাতত ‘রোশনাই’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত রয়েছেন শন। আর সেই কারণে ফিরিয়েও দিয়েছেন বেশকিছু ছবির প্রস্তাব। তবে এবার ছবি মুক্তির পর কি বড়পর্দাতেই মন দেবেন শন?

এই প্রসঙ্গে শন জানান, “এত দ্রুত সেটা বলা কঠিন। তবে ভাল চিত্রনাট্য হলে ছবিতে অভিনয় করতে কোনও আপত্তি নেই।”