বাংলা টেলিভিশন পর্দায় বেশ কিছু এমন ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনে গেঁথে আছে বহু বছর পেরানোর পরও। তেমনি একটি ধারাবাহিক হল ‘কুসুম দোলা’। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ সাত বছর পর আবাত টিভির পর্দায় ফিরে সেভাবে দর্শকের মন জিততে পারলেন কি? প্রশ্ন থেকেই যায়।
বর্তমানে মধুমিতা অভিনয় করছেন নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ তে। তাঁর বিপরীতে নায়ক হিসাবে দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্যকে। তবে এবার ধারাবাহিকের নতুন সমীকরণ ‘কুসুম দোলা’ ধারাবাহিকের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে দর্শকের।
‘কুসুম দোলা’ ধারাবাহিকে নায়িকা ইমন এবং তাঁর শাশুড়ি জুটি পর্দায় হিট ছিল। সেই ধারাবাহিকে শাশুড়ি-বৌমার মিষ্টি সম্পর্কে বেশ উপভোগ করেছিলেন দর্শক। ধারাবাহিকে মধুমিতার শাশুড়ি হয়েছিল অভিনেত্রী রীতা দত্ত।
সাত বছর পরে ‘ভোলে বাবা পার করেগা’র কাহিনিতেও তারা এক ফ্রেমে শাশুড়ি-বৌমার ভূমিকায়। তবে এবার গল্পের সমীকরণ একটা আলদা। এই ধারাবাহিকে গল্পে শাশুড়ি-বউমা’র সম্পর্ক নোনতা। কীভাবে জমবে তাদের গল্প?
আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রী রীতা দত্ত বলেন, “আমি বা মধুমিতা দু’জনেই পেশাদার শিল্পী। আমাদের যা বলা হবে তা-ই করব। চিত্রনাট্য যেমন হবে তেমনই করতে হবে। তবে হ্যাঁ, কঠিন হিসাবে ধরলে কড়া শাশুড়ির চরিত্রে অভিনয় করা কঠিন। সাত বছর আগে যেমন সহজাত ভাবেই এসেছিল। এখন বরং বেশ প্রস্তুতি লাগছে। শট কাটলেই আমি আর মধুমিতা হাসছি।”

