আচমকাই টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ফোন থেকে উধাও সাত হাজার ছবি এবং প্রায় ৫০০ ভিডিও। মাসের পর মাস ধরে জমানো স্মৃতি হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ফোন প্রস্তুতকারক সংস্থাকে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।
সাংসদ-অভিনেত্রী মিমি টুইট করে লেখেন, “7000 ছবি, 500 ভিডিও গ্যালারি থেকে মুছে গেছে। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব না চিৎকার করব? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি’। সংস্থার নাম (অ্যাপেল আইফোন) উল্লেখ করে লিখেছেন, আমি বিরক্ত বোধ করছি”।
7000 pictures
500 videos
All got deleted from gallery i don’t know what to do cry or cry out loud.
PS: All methods to revive tried nd done didn’t help @Apple @iPhone_News
I feel disgusted @AppleSupport— Mimssi (@mimichakraborty) November 17, 2021
পুরনো স্মৃতিগুলি পুনরুদ্ধারের অনেক চেষ্টা করেছেন অভিনেত্রী কিন্তু কোনও লাভ হয়নি। শত চেষ্টা করেও ফিরে পাননি ছবিগুলি। রাগে ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেন মিমি।
মিমি জানিয়েছেন, কিছু প্রিয়জনের ছবি ছিল সেই ফোনে। যারা এখন আর এই পৃথিবীতে নেই। স্মৃতি হিসাবে ছিল ওই ছবিগুলো। সমস্ত স্মৃতি চিরতরে হারিয়ে বেজায় মন খারাপ মিমি চক্রবর্তীর।
সূত্রঃ anandabazar . com/entertainment/mimi-chakraborty-slams-mobile-phone-company-all-the-photos-and-videos-got-deleted-from-her-phone-dgtl/cid/1314167