২০১০ সালে ‘বিগ বস্’ সিজ়ন ৪-এ আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সারা খান। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন না টেকায় বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়। মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। প্রথম বিয়ে ভাঙ্গার ১৪ বছর পর অবশেষে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী।
৬ অক্টোবর, অভিনেতা তথা প্রযোজক কৃষ পাঠকের সাথে আইনি মতে বিয়ে সারলেন সারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই দিলেন সুখবর। ছবিতে দেখা যাচ্ছে, পরনে নীল চুড়িদার, হাতে লাল চুড়ি, সিঁথিতে সিঁদুর, প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ে সারছেন তারা।
কৃষ এবং সারার প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় এক বছর প্রেম পর্বের পর অবশেষে সেই সম্পর্ক পরিণতি পায়।
বিয়ের ছবি পোস্ট করে সারা লেখেন, ‘দুটি বিশ্বাস। একটি গল্প। অসীম ভালোবাসা। কাবুল হে থেকে শুরু করে সাথ ফেরে তক, এই ডিসেম্বরে হবে প্রতীক্ষার অবসান। দুটি সংস্কৃতি, দুটি হৃদয়, এক হয়ে যাবে চিরকালের জন্য। আমাদের প্রেমের গল্প এমন একটি মিলন তৈরি করেছে যেখানে বিশ্বাস মিশে যায়, বিভক্ত হয় না। প্রেম যখন থাকে তখন সবকিছুই ভীষণ সুন্দর হয়ে ওঠে।’ অভিনেত্রীর পোস্টে নবদম্পতিতে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা।
View this post on Instagram