একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে টেলি পাড়ায়। একসময় রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায়ের প্রেমের সম্পর্ক সামনে আসে। তবে আচমকাই শোনা যাচ্ছে প্রেম ভেঙেছে তাদের। নিজেরা তাদের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে না আনলেও টেলি পাড়ার জোর গুঞ্জন।
রাজদীপ-তন্বীর প্রেমের সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলছে সামাজিক মাধ্যমে। গত ২২ শে মে তন্বী লাহা রায় নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট স্টোরিতে শেয়ার করেন। স্টোরিতে লেখেন, ‘কোনও নারী এমন পুরুষ চান না, যে পুরুষ অন্য নারীদের সঙ্গে গোপনে ফ্লাট করে।’ অভিনেত্রী কারো নাম নিয়ে এই পোস্ট না করলেও নেটিজেনরা মনে করছেন রাজদীপকে উদ্দেশ্যে করেই পোস্ট করেছেন তন্বী।
একসময় এক সাথেই সামাজিক মাধ্যমে তাদের দেখা যেত। এমনকি রাজদীপকে তন্বীর ভ্লগে দেখা যেত। তবে বেশ কিছু সময় ধরে তাদের আর একসাথে দেখা যাচ্ছে না। আর তার থেকেই সকলে অনুমান করছে রাজদীপ-তন্বী প্রেম ভেঙেছে। যদিও ব্রেকআপের কোনও ঘোষণা সামনে আসেনি দুই পখের তরফ থেকে।