‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন ভিলেন হয়ে এন্ট্রি নিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী

চিরদিনই তুমি যে আমার     

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মোড়। সম্প্রতি জিতু কমলের অসুস্থতায় ধারাবাহিকে এই মুহুর্তে নিখোঁজ ‘আর্য’। এদিকে বিরাট বড় ষড়যন্ত্রের মুখে অপর্ণা। আর্যকে খুনের অপরাধে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় অপর্ণাকে। আর সব ষড়যন্ত্রের পিছনে কলকাঠি নাড়ছে একমাত্র একজন।

গল্পে এরআগেও অপর্নাকে কিডন্যাপ করার প্ল্যান তারই ছিল। যে আড়ালে থেকে ক্ষতি করতে চাইছে আর্য-অপর্ণার। গল্পের এই নতুন ভিলেন আসলে কে? এতদিন গল্পে এই ভিলেনের আভাস পাওয়া গেলেও নিজের মুখ প্রকাশ্যে আনেননি। তবে এবার নিজেকে সকলের সামনে আনলেন এই ভিলেন।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের গল্পে ভিলেন হয়ে এন্ট্রি নিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। যিনি ছোটপর্দার ভীষণ পরিচিত মুখ। এরআগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে সায়ন্তনীকে।

এবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন ভিলেন হিসাবে এন্ট্রি নিয়ে গল্পে কি টুইস্ট আনতে চলেছেন সেটাই দেখার অপেক্ষা।