সায়নদা আমার চেয়ে অনেক সিনিয়র’, বাস্তবের নায়ক-নায়িকার বয়সের বিস্তার ফারাক নিয়ে মুখ খুললেন মোহনা মাইতি

কে প্রথম কাছে এসেছি

বাংলা টেলি জগতের অন্যতম চেনা মুখ হলেন অভিনেত্রী মোহনা মাইতি। যিনি এই মুহূর্তে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করছেন। তার চরিত্রের নাম মধুবনী। আর অভিনেত্রীর সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন অভিনেতা সায়ন বসু।

পর্দায় একজন প্রাপ্তবয়স্ক মায়ের ভুমিকায় অভিনেত্রীকে দেখতে লাগলেও জানেন কি সবে মাত্র ২০ বছরে পা দিয়েছেন মোহনা। এখনও কলেজের গণ্ডিও পার করেনি সে। কিন্তু মাত্র ১৮ বছর বয়স থেকেই দ্বিগুণ বয়সী নায়কের সঙ্গে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। জি বাংলার ‘গৌরী এল’ ধারাবাহিক দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় মোহনার। আর সেখানেই নায়ক বিশ্বরূপ ছিলেন মোহনার চেয়ে বয়সে প্রায় ১৮ বছরের বড়।

আর এবারেও অভিনেতার সঙ্গে বয়সের ফারাক নিয়ে কিছু কথা শেয়ার করলেন অভিনেত্রী। টলিউড ফোকাস কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহনা জানান, “সায়নদা খুব ভালো একজন কো-স্টার, তবে আমার চেয়ে অনেকটাই সিনিয়র। তবে সিনিয়র মানুষদের থেকে অনেককিছু শিখতে পারা যায়।”

অভিনেত্রী আরও বলেন, “আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং গড়ে উঠেছে। দুজনেই দুজনকে ভালোভাবে বুঝি। ও কোথায় ধরবে, আমি কোথায় ছাড়ব (সংলাপ) সেটা নিয়ে আমাদের বোঝাপড়া রয়েছে।”

তবে সায়ন বসু বয়সে ঠিক কতটা বড় মোহনার চেয়ে? জানা যায়, সায়নের বয়স প্রায় ৩০ এর কাছা কাছি। অতএব মোহনার সঙ্গে প্রায় ১০ বছরের বয়সের ফারাক রয়েছে সায়নের। তবে বয়সটা কোন ফ্যাক্টর না অভিনয়ের কাছে তা আরও একবার প্রমাণ করে দিলেন সায়ন-মোহনা। পর্দায় সায়ন-মোহনার জুটি দর্শকের বেশ পছন্দের।

গল্পে পরিবারের বিরুদ্ধে গিয়েই মধুবনী আর মিহিকে আপন করে নিয়েছে মিহির ভালো লোক, আগামিতে এই নিয়েই এগোবে গল্প। সেই সাথে নতুন চমক নিয়ে আসবে ধারাবাহিক।