“ঠাস করে চড় মারব, জুতো খুলে মুখে সপাটে মারবো…”, মায়ের জন্য গয়না কিনতে গিয়েই কুরুচিকর মন্তব্য! নেটিজেনদের কটাক্ষে ক্ষোভ উগড়ে দিলেন সায়ক

সায়ক চক্রবর্তী

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের খুটিনাটি সবটাই ব্লগের মাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন সায়ক চক্রবর্তী। অভিনেতার জীবনে তার মায়ের ভুমিকা অনেকখানি। ছোটবেলায় একাহাতে তাকে মানুষ করা, গয়না বিক্রি করে স্কুলের ফি মেটানো, সব গল্পই উঠে এসেছে তার ব্লগে।

কিন্তু সেই মাকে নিয়েই কুরুচিকর মন্তব্যে এবার রেগে আগুন সায়ক। নেটিজেনদের দিলেন উচিৎ জবাব। সম্প্রতি সায়ক ও দাদা সব্যসাচী মাকে নিয়ে সোনা কিনতে গিয়েছিলেন দোকানে। সেই ভিডিওর কমেন্টসে সায়কের মায়ের উদ্দেশ্যে একজন লেখেন, ‘শুধু প্রমোশন করতেই সায়ক সোনার দোকানে যায়, কিচ্ছু কেন না বরং উপহার নিয়ে চলে আসে।’

অন্যদিকে আরেকজন লেখেন, ‘বড় ছেলের ঘর ভেঙে গেল, মন ভেঙে গেল তাও মায়ের শখ মেটে না! ছোট ছেলের বিয়ে নিয়ে কোন চিন্তা নেই, এই বয়সেও গয়না পরার শখ! বৌমাকে কী দেবে? ছেলের পকেট ফাঁকা করে দিচ্ছে মা নিজেই গয়না কিনে!’

পালটা জবাব দিতে সায়ক ভিডিওতে জানান, “মাকে নিয়ে যাঁরা খারাপ কথা বলেন, প্রথমত তাদের কোনও অধিকার নেই আর দ্বিতীয়ত একটা সময় মা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, আপনারা সেটাআর ১০% ও চোখে দেখেননি। আপনার সঙ্গে যদি কোনদিনও রাস্তায় দেখা হয়, সাহস থাকলে আমার সামনে এসে বলবেন ওই লেখাগুলো আপনি লিখেছেন। হয় গালে ঠাস করে একটা চড় মেরে দেবো, না হয় জুতো খুলে মুখে সপাটে মারবো!”