
আচমকাই গলায় বেল্ট, মুখে অসুস্থতার ছাপ, কি হয়েছে অভিনেতা সায়ক চক্রবর্তীর? অভিনেতার ভিডিও সামনে আসতেই চমকে ওঠেন অভিনেতার অনুরাগীরা।
১২ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সায়ক। ক্যাপশনে লেখেন, ‘জীবনে হঠাৎ নেমে আসলো কঠিন অসুখ।’ হঠাৎ কেন এমন পোস্ট করলেন সায়ক? ভিডিওতে খোলসা করে সায়ক বলেন,
‘আমার স্পন্ডেলাইটিসের যন্ত্রণা মাঝে মাঝেই আমাকে কষ্ট দেয়। যদিও সব সময় নয়, কিন্তু মাঝে মাঝেই আমি কষ্ট পাই। কিন্তু এবারে ব্যথা খুব বেড়ে গেছে। বিছানা থেকে মাথা তুলতে পারছি না। দাঁড়িয়ে থাকলে কিছু হচ্ছে না কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলেই মাথা ঘুরছে।’
সায়ক আরও জানান, ‘শুধু মাথা ঘুরছে বললে ভুল বলা হবে, এত সময় মনে হচ্ছে গোটা পৃথিবীটাই হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে। কাজও করতে পারছি না। এখনও পর্যন্ত একটা ভিডিয়ো পোস্ট করতে পারিনি। তবে এই বেল্ট পরে আমার কিছুটা আরাম লাগছে।’