জি-বাংলার সোনার সংসারের পর এবার স্টার জলসার পরিবারের পালা। জি-বাংলার মতোই একগুচ্ছ খুব সুন্দর ভাবে না ধরণের জিনিস সাজিয়ে তাদের কলাকুশলীদের আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন স্টার জলসা।
এই মুহূর্তে জনপ্রিয় ব্লগার অভিনেতা সায়ক চক্রবর্তীও স্টার জলসার সদস্য। বর্তমানে স্টার জলসার চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। স্বাভাবিক ভাবেই পেয়েছেন জলসা পরিবারের আমন্ত্রণ পত্র।
তবে সায়ককে শুধু আমন্ত্রণ পত্র পাঠানো হয়, সাথে স্টার জলসার অভিনেতার জন্য পাঠিয়েছেন এক বিশেষ উপহার। কি সেই উপহার?
আমন্ত্রণ পত্র সহ সেই উপহার সায়ক নিজের ব্লগে শেয়ার করেন। ব্লগ শুরু হওয়ার আগে সায়ক জানায় শান্তিপুর থেকে বাড়ি ফিরে দেখেন স্টার জলসা চ্যানেল থেকে ফোন এসেছে এবং তাকে বলা হয়েছে তার বাড়িতে জলসা পরিবারের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।
বাড়িতে এসে সেটি হাতে পেয়ে খুশি হয়ে যান সায়ক আর তারপরেই ব্লগে তুলে ধরেন । সকলের সামনে আমন্ত্রণ পত্র পড়ে শোনান। এরপর সায়ক সকলকে দেখান স্টার জলসার পক্ষ থেকে তাকে খুব সুন্দর একটি নটরাজের মূর্তি গিফট করা হয়েছে।
অভিনেতা জানান, কেউ কেউ পানের বাটা পেয়েছেন আবার কেউ কেউ নটরাজের মূর্তি। নটরাজের মূর্তি পেয়ে সবচেয়ে খুশি সায়ক তবে তিনি এই মূর্তি ঠিক কোন জায়গায় রাখতে হয় জানেন না। কারণ ভুল জায়গায় রাখলে নটরাজের মূর্তি না রাখলে বিঘ্ন ঘটতে পারে। তাই দর্শকদের কাছে জানতে চান এই মূর্তি কোথায় রাখা শুভ।