‘বোঝার উপায় নেই যে ওর লাইফে অনেক বড়…’ দাদাকে নিয়ে মুখ খুললেন সায়ক

সায়ক চক্রবর্তী

বর্তমানে সায়কের মোটা দাদাই সব্যসাচী চক্রবর্তী ও কূটনি বৌদী সুস্মিতা রায়ের ডিভোর্স নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই ডিভোর্স নিয়ে মিডিয়ার সামনে এসে নানা কথা শেয়ার করেছেন সুস্মিতা নিজেই। অন্যদিকে সায়কও জানিয়েছেন তার দাদা বৌদীর ডিভোর্সের কথা।

এর আগে সুস্মিতা কে নিয়ে কথা বললেও এবার নিজের দাদাকে নিয়ে পোস্ট শেয়ার করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। সম্প্রতি দাদার সাথে একটি ছবি পোস্ট করে সায়ক লেখেন,

‘লাইফে আমরা সবাই সবার থেকে কিছু না কিছু শিখতে পারি,যদি চাই তো! আমার মোটা দাদাইয়ের থেকে এখন শিখতে পাচ্ছি কি করে সব কিছু নিজের মধ্যে চেপে রেখে হাসি মুখে থাকতে হয় 🙂 বাড়িতে আসলে বোঝার উপায় নেই যে ওর লাইফে অনেক বড় কিছু ঘটে গেছে…।’